ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) : পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির ধারাকে এগিয়ে নিতে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে মাটিরাঙ্গা জোন আওতাধীন তৈকাতং আর্মি ক্যাম্প কর্তৃক আয়োজিত নারায়নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে তৈকাতং ক্যাম্প কমান্ডার মেজর গাফফারুজ্জামান পিএসসি উদ্ভোদন করেন।
প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় তৈকাতং আর্মি ক্যাম্প ও তৈকাতং আরবারি পাড়া যুব ক্লাব। জমকালো এই খেলায় দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলার মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়। খেলায় ০২ গোলে তৈকাতং আর্মি ক্যাম্প কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে, চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও ১৫ সেট জার্সি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোন ও তৈকাতং ক্যাম্পের উর্ধতন কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বলেন, “উভয় দলই দারুণ খেলা উপহার দিয়েছে।খেলোয়ারদের আন্তরিকতা ও প্রচেষ্টা প্রশংসনীয়। পাহাড়ে শান্তি বজায় রাখতে ভবিষ্যতে ও এরকম আয়োজন অব্যাহত থাকবে।”
সেনাবাহিনীর এই ধরনের ক্রীড়া উদ্যোগ পার্বত্য এলাকার যুব সমাজকে মাদক ও সহিংসতা থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ক্যাম্প কমান্ডার সবশেষ এলাকার সকল সুখ, সমৃদ্ধি, সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

