pressbd24
ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫৩ পিস ইয়াবাসহ মোঃ ইসমাইল হোসেন সিরাজী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র মাটিরাঙ্গা সেনা জোন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক এর নির্দেশক্রমে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর নের্তৃত্বে একটি সি-টাইপ স্পেশাল টহল দল মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড চৌধুরী পাড়া নামক এলাকায় মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন সিরাজী এর ভাড়া বাসায় তল্লাশী চালিয়ে একটি মোটরসাইকেল সহ ৫৩ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী।

আটককৃত ব্যক্তি, মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দং ইউনিয়নের উত্তর বরবিল এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে ইসমাইল হোসেন সিরাজী (৫০)।

উদ্ধারকৃত সরঞ্জামঃ ইয়াবা-৫৩ পিস, গ্যাস লাইট-২১ টি, নগদ টাকা -৪৭৬০/=, ইয়াবা কন্ট্রোলার-১৮ পিস, ড্রাইভিং লাইসেন্স -০১টি, গ্যাস লাইটার ফিলিং বোতল-০১ টি, মোবাইল ফোন-০২টি ( এ্যান্ড্রয়েড -০১, বাটন-০১), মোবাইল চার্জার-০১ টি, মানি ব্যাক-০১টি, স্টাম স্টিক-০১টি, মোটরসাইকেল এফজেড(ভার্সন-২)-০১ টি, সিজার-০১ টি, বাতি-০১টি।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

আটককৃত মাদক কারবারিকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। মাটিরাঙ্গার সার্বিক পরিস্থিতি রক্ষার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।