pressbd24
ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গা মেডিকেল সেন্টারের উদ্যোগে ৩দিন ব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) : ‘আর নয় মিথ্যে অজুহাত, জীবন বাচাতে রক্ত দিয়ে বাড়াব হাত’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা হাসপাতাল রোডে জায়েদ মনোয়ারা প্রযুক্তি মাদরাসা প্রাঙ্গণে মাটিরাঙ্গা মেডিকেল সেন্টার এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মাটিরাঙ্গা মেডিকেল সেন্টার এর ৩দিন ব্যাপী ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর উদ্ভোদন উপলক্ষে সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন : মাটিরাঙ্গা মেডিকেল সেন্টার এর জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ও আবুল হাশেম, জায়েদ মনোয়ারা প্রযুক্তি মাদরাসা’র পরিচালক ও শিক্ষক, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ ।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাটিরাঙ্গা মেডিকেল সেন্টার এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা আমাদের সন্তানদের ব্লাড গ্রুপ জানতে পেরেছি। এতে করে আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে সহসায় আমরা রক্ত দিতে পারবো।

ক্যাম্পেইনের বিষয়ে মাটিরাঙ্গা মেডিকেল সেন্টারের কর্মকর্তারা বলেন, এই ক্যাম্পেইন আগামী ২৬ ও ২৭ তারিখ পর্যন্ত চলবে। বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না।

বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।