
স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে মাদক পাচারের সময় ননদ ও ভাবিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন : বাগেরহাটের ফকিরহাটের মোছা. দিপা আক্তার (৩০) এবং খুলনার রূপসার মোছা. নুর নাহার (৪০)। দিপা আক্তার ও নুর নাহার সম্পর্কে ননদ-ভাবি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শাজাহানপুর থানাধীন নয়মাইল জামালপুর এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে দুই নারী যাত্রীর দেহ তল্লাশি করে মোট দুই হাজার ৪০০ পিস অ্যাফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ইয়াবাগুলো অভিনব উপায়ে গোপন রেখেছিলেন তারা। এছাড়াও পাচারের কাজে ব্যবহৃত দুইটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি অ্যাংলেট (জুতার ভেতরে রাখার অ্যাংলেট) উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মাদক পাচারের ক্ষেত্রে নারীদের ব্যবহার এবং এই ধরনের অভিনব কৌশল একটি উদ্বেগজনক প্রবণতা।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।