অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বাকলিয়া থানায় দায়ের করা মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক মা ও তার ছেলেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নগরের বড় কবরস্থান ও কর্ণফুলী থানার কালারপোল এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন : চট্টগ্রাম নগরের বাকলিয়া চাক্তাই ঝর্ণা মার্কেট এলাকার মৃত মো. ইলিয়াসের মো. আইয়ুব (৩৫) ও তার মা জোহরা খাতুন (৫৮)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, থানার একটি মাদক মামলায় আদালত মা-ছেলেকে যাবজ্জীবন সাজা দেন। পলাতক থাকা অবস্থায় তাদের বাকলিয়া ও কর্ণফুলীর পৃথক স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা হিসেবে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।