pressbd24
ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
জুলাই ১৩, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে এক শিশুকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৩ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় প্রদান করেন। একইসঙ্গে অভিযুক্তকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আনোয়ার হোসেন (৪৫)। তার বাড়ি যশোর জেলার কোতোয়ালি উপজেলার ডাকাতিয়া গ্রামে।

তিনি মানিকগঞ্জ পৌর এলাকার পূর্বদাশড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি সম্পর্কে ধর্ষক আনোয়ারের মেয়ে। ২০১৯ সালের ৩১ আগস্ট দিবাগত রাতে ভাড়া বাসায় আসামি শিশুটিকে ধর্ষণ করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে আনোয়ারকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।

এই মামলাটি তৎকালীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান নিজেই তদন্ত করেন। পরে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি এই মামলার তদন্তের রিপোর্ট আদালতে প্রেরণ করেন তিনি।

এই মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।