pressbd24
ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো সাফ নারী ফুটসালের শিরোপা জিতেছে বাংলাদেশ।

রবিবার (২৫ জানুয়ারি) শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন লাল-সবুজ দল।

রাউন্ড রবিন লিগের শেষ ষষ্ঠ ম্যাচে বাংলাদেশ শুরুতেই খেলার নিয়ন্ত্রণ নেয়। ম্যাচে শুরুতে মালদ্বীপ লিড নিলেও বাংলাদেশের খেলোয়াড়রা দ্রুত খেলায় সমতা ফেরায় এবং ধারাবাহিক গোল করে ব্যবধান বাড়ায়। এই জয়ের মাধ্যমে ছয় ম্যাচে পাঁচ জয় এবং এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করে।

বাংলাদেশের পথ চলা শুরু হয় ভারতকে ৩-১ গোলে হারিয়ে। এরপর ভুটানকে ৩-৩ গোলে ড্র করে, নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারায়।

বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সাবিনা চারটি গোল করেন, নুসরাত জাহান জোড়া গোল করেন এবং কৃষ্ণা রানী সরকারও জালের দেখা পান।

সব মিলিয়ে ৬ ম্যাচে বাংলাদেশ করেছে ৩৮ গোল এবং অপরাজিত থেকেই শিরোপা জিতেছে।

মালদ্বীপের বিপক্ষে আজকের জয় নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল এই নতুন ফরম্যাটে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শীর্ষ চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্স এবং সাবিনা খাতুনের নেতৃত্ব দেশের নারী ফুটবলের ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করেছে।

বাংলাদেশ দলের এই সাফল্য দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।