মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ মানিক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ মানিক জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনাপাহাড় এলাকার মুছা মিয়া বাড়ির মোহাম্মদ মুছার ছেলে।
স্থানীয় ব্যবসায়ী মো. জাবেদ হাসান জানান, মানিক ভাই গতকাল তার দোকানে এসেছিলেন। তাকে চা খাওয়ানোর কথা ছিল, কিন্তু চায়ের দোকান বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তিনি খুব ভালো মানুষ ছিলেন।
চিনকীআস্তানা রেল স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যায় বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়। তবে জিআরপি পুলিশ খবর দেয়ার আগেই রাতে মরদেহ দাফন করা হয়েছে। স্থানীয়রা জানান, ওই ব্যক্তি মানসিক রোগে ভুগছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।