স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের বারইয়ারহাটে ২৮ কোজি গাঁজা উদ্ধারপূর্বক ০৫জন মাদক কারবারি’কে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস জব্দ করেছে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল।
আটককৃতরা হলেন : লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বসুদুহিতা গ্রামের আব্দুল খালেকের ছেলে গাড়ী চালক ইয়াছিন আরাফাত (২৬), একই গ্রামের বেলাল হোসেনের ছেলে মোঃ মিঠু (২৮), কৃষ্ণপুর গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ জসিম উদ্দিন(৩৯), লতিবপুর গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ রাজিব (২৭), দেওপাড়া গ্রামের মোঃ অজিউল্লা’র ছেলে মোঃ শুভ (২৪)।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক কারবারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা হতে কক্সবাজারের উদ্দেশ্যে একটি মাইক্রোবাস যোগে মাদক পরিবহন করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা এলাকার বারইয়ারহাট পৌরসভার খাঁনসিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে একটি মাইক্রোবাস আটক করে। পরে মাইক্রোবাসের পিছনের অংশে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ০২টি সাদা রংয়ের প্লাটিকের বস্তা হতে ২৮ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ০২ লক্ষ ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

