pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

অনলাইন ডেস্ক
জুলাই ১৭, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে পাহাড়ের পাদদেশে শ্যালো ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। অভিযানে সহযোগিতায় করেন জোরারগঞ্জ থানা পুলিশ ও বন-বিভাগের কর্মকর্তারা।

জানা গেছে, রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্টের দক্ষিণ গেড়ামারা লক্ষীছড়া এলাকায় বনাঞ্চলের পাহাড়ের পাদদেশে শ্যালো ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইলের কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে ১ লাখ ঘনফুট বালু, বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুইটি শ্যালো মেশিন বিকল ও পাঁচশ ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়। বালু উত্তোলন সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে ১ লাখ ঘনফুট বালু জব্দ, দুইটি শ্যালো মেশিন বিকল পাঁচশ ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মিরসরাই উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।