স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন বলেছেন, ‘বিএনপির নেতাকর্মীদের মনের দুঃখ ও ক্ষোভ দূর করে ঐক্যবদ্ধ হতে হবে।
শ্রমিক, মেহনতী মানুষ,কৃষক মা-বোন, শিক্ষক ও ছাত্রদের কাছে যেতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে এবং ধানের শীষের জন্য ভোট চাইতে হবে।’
বুধবার (৮ অক্টোবর) দুপুরে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এসব কথা বলেন।
নুরুল আমিন বলেন,‘একটি দল আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনা পালালে তার দলও পালাবে। আরেকটি দল জামায়াতে ইসলাম। তারা এখন প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছে। কিন্তু বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও এখনো জামায়াত ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। এটি আফগানিস্তান বা ইরান নয় যে ইসলামী বিপ্লব ঘটিয়ে ক্ষমতায় বসে যাবে।’
সভায় করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, নুরুল আলম কমান্ডার, আবুল হোসেন মিয়া সওদাগর, শাহাদাৎ হোসেন, তোবারক হোসেন প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য আবুল কাসেম।
এছাড়া একইদিন বিকেলে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার রুহুল আমিন।
এসময় বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সভাপতি আতিকুল ইসলাম লতিফী, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি জমির উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন, নাজিম উদ্দিন মিয়াজী, হেলাল উদ্দিন ।