pressbd24
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে একরাতে সাতটি গরু চুরি!

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকায় একরাতে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ইমামপুর গ্রামের ছদরমাদিঘী এলাকার মা এগ্রো খামারে এই চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় খামারের কর্মচারি দিদারুল ইসলাম সাইফুল বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

দিদারুল ইসলাম সাইফুল বলেন, ‘আমি পানের দোকান করি। পাশাপাশি আমাদের একই এলাকার প্রবাসী রাসেল বিন আলী নেওয়াজ ভাইয়ের খামারের গরুগুলো পরিচর্চা ও দেখাশুনা করে থাকি।’

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গরুগুলোকে খাবার দেওয়ার পর অন্যদিনের মতো ঘুমিয়ে পড়ি। ভোর সাড়ে ৪টার দিকে ফজরের নামাজের জন্য উঠে দেখি খামারের দরজার তালা ভাঙ্গা, ভেতরের ৫টি গরু উধাও । সঙ্গে সঙ্গে পাশ্ববর্তী আবুল হাশেম ভাইকে ডাক দিলে তিনি ঘুম থেকে উঠলে তাকে বিষয়টা জানাই। পরে তিনি তার গোয়াল ঘরে গিয়ে দেখেন সেখান থেকে ২টি গরুও নিয়ে গেছে চোরের দল।’

খামার মালিক রাসেল বিন আলী নেওয়াজ বলেন, ‘তিলে তিলে গড়ে তোলা আমার গরুর খামার থেকে গতরাতে ৫টি এবং চাচাতো ভাইয়ের ২টিসহ মোট ৭টি গরু নিয়ে গেছে চোর। গরুগুলোর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘আমরা রাতে সড়কে ডিউটি করছি এই সুযোগে গরুগুলো চুরি হয়ে গেছে। থানায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। চোর চক্রটি ধরতে অভিযান চলছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।