স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকার আকন বাড়িতে গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিতার হাতে খুন হওয়া পুত্র শাহেদের জানাযা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শাহেদের জানাযা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সৌদিআরব ফেরত নুরুজ্জামান (৫৫) আগের স্ত্রী-সন্তান থাকা সত্বেও আরেকটি বিয়ে করেন। সেই স্ত্রীকে বুধবার বাড়িতে নিয়ে আসেন।
এ নিয়ে নুরজ্জামানের প্রথম স্ত্রী কামরুজ্জাহান ও ছেলে শাহেদের (২৫) সঙ্গে পারিবারিক কলহ চলছিল। ওই কলহের জের ধরেই নুরুজ্জামান আপন একমাত্র ছেলে শাহেদকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন।