স্টাফ রিপোর্টার : মিরসরাই উপজেলার করেরহাট বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণের সময় দুই সাংবাদিক হেনস্তার শিকার।
এসময় দলীয় কর্মসূচীতে বাধাপ্রাপ্ত হয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী।
চৌধুরী অভিযোগ করেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ দলীয় কর্মসূচিতে বাধা প্রদান করেছেন।
এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিকরা হলেন : দৈনিক মানবকণ্ঠের মিরসরাই প্রতিনিধি নাছির উদ্দিন ও দৈনিক ইনকিলাবের মিরসরাই প্রতিনিধি ইমাম হোসেন।