pressbd24
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ; বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার সকালে বারইয়ারহাট ডিগ্রি কলেজ মিলনায়তনে বারইয়ারহাট পৌর বিএনপি ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি ও দলের সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী।

এসময় তিনি পৌরসভা, ইউনিয়ন ও উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচী সফল করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও তিনি দলীয় নেতা কর্মীদের ৫ আগষ্টের পরাজিত শক্তির বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সর্তক থাকার নির্দেশনা দেন। উক্ত প্রস্তুতি সভায় দলটির স্থানীয় নেতৃত্ববৃন্দসহ জেলা ও উপজেলার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, আগামী ১লা সেপ্টেম্বর সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচীর ঘোষণা করে দলটি।

এবারে কর্মসূচীর মধ্য রয়েছে দলীয় পতাকা উত্তোলন, জেয়ারত ও দোয়া মোনাজাত, বর্ণাট্য র‍্যালী, রক্তদান কর্মসূচী, বৃক্ষরোপন কর্মসূচী, ফ্রী মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপ নির্ধারণ, ক্রীড়া অনুষ্ঠান, মৎস্যপোনা অবমুক্তকরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ইত্যাদি।

এছাড়া পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ ও পোস্টার প্রকাশ করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষণা অনুযায়ী এবারে দেশব্যাপী জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে দলীয় নেতা-কর্মীরা। উল্লেখ্য তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।