স্টাফ রিপোর্টার ; বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার সকালে বারইয়ারহাট ডিগ্রি কলেজ মিলনায়তনে বারইয়ারহাট পৌর বিএনপি ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি ও দলের সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী।
এসময় তিনি পৌরসভা, ইউনিয়ন ও উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচী সফল করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও তিনি দলীয় নেতা কর্মীদের ৫ আগষ্টের পরাজিত শক্তির বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সর্তক থাকার নির্দেশনা দেন। উক্ত প্রস্তুতি সভায় দলটির স্থানীয় নেতৃত্ববৃন্দসহ জেলা ও উপজেলার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, আগামী ১লা সেপ্টেম্বর সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচীর ঘোষণা করে দলটি।
এবারে কর্মসূচীর মধ্য রয়েছে দলীয় পতাকা উত্তোলন, জেয়ারত ও দোয়া মোনাজাত, বর্ণাট্য র্যালী, রক্তদান কর্মসূচী, বৃক্ষরোপন কর্মসূচী, ফ্রী মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপ নির্ধারণ, ক্রীড়া অনুষ্ঠান, মৎস্যপোনা অবমুক্তকরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ইত্যাদি।
এছাড়া পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ ও পোস্টার প্রকাশ করা হবে।
কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষণা অনুযায়ী এবারে দেশব্যাপী জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে দলীয় নেতা-কর্মীরা। উল্লেখ্য তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন।

