pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিকশাচালকের মৃত্যু

অনলাইন ডেস্ক
জুলাই ২৪, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আমজাদ হোসেন (২২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের মালবাড়ির আলী আহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।

নিহতের ছোট ভাই মো. রিয়াদ হোসেন বলেন, ভোর ৫টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘুম থেকে উঠে বাইরে যায় আমজাদ। এ সময় রিকশার ব্যাটারির চার্জের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে তার স্ত্রী দেখতে পান, সে রিকশার পাশে পড়ে আছে। চিৎকার শুনে আমরা গিয়ে দ্রুত উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যাই। তবে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার দুটি অবুঝ কন্যা সন্তান রয়েছে।

বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, আজ ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।