স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে একশত দুইটি ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) রাত ১২টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার খান সিটি সংলগ্ন অভিযান চালিয়ে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন : ফেনীর ছাগলনাইয়ার ছাগলনাইয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছাগলনাইয়া মৃত আব্দুস হালিম মধুর ছেলে মো. জিয়াউদ্দিন বাবুল (৩০) ও একই এলাকার আব্দুল মমিনের ছেলে মো. রিয়াদ হোসেন (২৬)।
এসময় একই থানার রাধানগর গ্রামের মো. আলমগীর প্রকাশ ওয়ালটন আলমগীর (৪০) পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ। জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, রোববার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার খান সিটি সংলগ্ন এলাকায় থেকে মো. জিয়াউদ্দিন বাবুল (৩০) ও মো. রিয়াদ হোসেন (২৬) নামে দুই চোরাকারবারিকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে এক শত দুইটি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
ওসি আরও বলেন, অভিযান টের পেয়ে মো. আলমগীর প্রকাশ ওয়ালটন আলমগীর নামে একজন পালিয়ে যায়। তাকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।
আটক আসামির বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সোমবার (২০ অক্টোবর) সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে।

