
স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈমুল ইসলাম সিয়াম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত নাঈমুল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের দৌলতপুর এলাকার আমানুল্লাহর ছেলে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারের উত্তর ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের বারইয়ারহাট বাজারের উত্তর পাশের ইউটার্নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় নাঈমুল ইসলাম সিয়াম। এতে গুরুতর আহত হয় নাঈমুল। এসময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাজু সিংহ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত নাঈমুল ইসলাম সিয়ামকে উদ্ধার করে স্থানীয়রা নিয়ে আসে। পরীক্ষার নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে পুলিশ মরদেহ নিয়ে গেছে।
যোগাযোগ করা হলে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, বুধবার বিকেলে বারইয়ারহাট পৌরবাজারের উত্তর ইউটার্নে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈমুল ইসলাম সিয়াম নামে এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।