
মিরসরাইয়ে রাষ্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক নুরুল আমিনের নির্দেশে মিরসরাই পৌরসভার ৫,৬, ও ৭ নম্বর ওয়ার্ডে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন : মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক জামশেদ আলম, সদস্য সচিব কামরুল হাসান লিটন, যুগ্মআহবায়ক জসিম উদ্দিন, নূর নবী ভাসানী, এম এ মামুন, ইকবাল হোসেন, নির্বাহী সদস্য আবুল কালাম, রুহুল আক্তার, ফরিদ উদ্দিন, খোরশেদ আলম দুলাল, মুসা সওদাগর, সাদেক মিয়া, ভোলা মিয়া, তাজুল ইসলাম ফকির, মিরসরাই পৌরসভা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আবেদা সুলতালা লাভলী, যুবদল নেতা সালা উদ্দিন, নাজিম উদ্দিন রেজাউল, জিয়া, নবী, রুবেল, তপু।
বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফায় বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। কারণ রাষ্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অন্যতম ভূমিকা রাখবে।