pressbd24
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে লরির ধাক্কায় ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে মোটরসাইকেলকে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির মিরসরাই সদর ইউনিয়নের (৯ নম্বর) ৪ নম্বর ওয়ার্ডের নতুন বাড়ির বাসিন্দা।

তিনি সিএনজি (অটোরিকশা) চালক বদিউল আলমের ছেলে। তার এক মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

নিহতের বন্ধু বলেন, ‘হুমায়ুন কবির প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও নিজ মোটরসাইকেল নিয়ে মিঠাছড়া বাজারে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন। বাড়ির সংযোগ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

নিহতের বন্ধু আকাশ আরও বলেন, ‘ছোটবেলা থেকেই হুমায়ুন সবজি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং এই ব্যবসার আয় দিয়েই পরিবারের দায়িত্ব সামলাচ্ছিলেন। মাত্র এক মাস আগে তার ঘরে পুত্রসন্তানের জন্ম হয়। বাবা ডাক শোনার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো তাকে। মঙ্গলবার সকাল ১১টায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।