
স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের ঘেরামারা ফরেস্ট অফিস এই দুর্ঘটনায় ঘটে।
নিহতরা হলেন : ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোহাম্মদপুর শান্তিনগর এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন (৪০) ও তার ছেলে মো. হোসেন (১০)।
এ ঘটনায় সিএনজিতে থাকা আরও তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন : খাগড়াছড়ি জেলার রামগড় থানার কৌচিয়া এলাকার আনজু বেগম (৪৫) তার ছেলে নাহিদুল ইসলাম (৩) ও নোয়াখালী জেলার চরজব্বর থানার চরপাড়া উল্লাহ রুহুল আমিনের ছেললে রাশেদ (২০)।
স্থানীয়রা আহত এবং নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশা গাড়িটি করেরহাট থেকে রামগড় যাচ্ছিল। ফরেস্ট অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। এসময় আরো ৩ জন আহত হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, রোববার বিকেলে বারইয়ারহাট খাগড়াছড়ি সড়কের ঘেরামারা ফরেস্ট অফিস সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছে।
এসময় সিএনজিতে থাকা আরও তিনজন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ দুইটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি গুলো হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।