৬ জন তৃতীয় লিঙ্গের হিজড়া থেকে সাড়ে ১১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ।
রোববার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পশ্চিম পাশে চট্টগ্রাম- ঢাকাগামী মহাসড়কে ঢাকাগামী “শ্যামলী পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ৬জন হিজড়া কে বাস থেকে নামার চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয় ।
আটককৃতদের কোমরের সাথে স্কচটেপ দ্বারা বাঁধা অবস্থায় ৫ জন হিজড়ার সাথে ২০০০ হাজার করে মোট দশ হাজার এবং অপর ১জন হিজড়ার সাথে একই কৌশলে কোমরে বাঁধা অবস্থায় ১৫০০শত সহ সর্বমোট ১১৫০০ পিস ইয়াবা গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান জানতে চাইলে বলেন, তৃতীয় লিঙ্গের ৬ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। আটক আসামিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।