স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বামনসুন্দর কালা মিয়া ঘাট মাঝি বাড়ির মো. গিয়াস উদ্দিন রান্নাঘরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর এলাকার মো. গিয়াস উদ্দিনের রান্নাঘর থেকে অভিযান চালিয়ে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের খবর পেয়ে মো. গিয়াস উদ্দিন পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় পলাতক মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                        
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                    
 
                                 
                                 
                                 
                                