অনলাইন ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকান্ডে ১১টি বসতঘর পুড়ে ছাই, প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকাল ৩ টায় মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠানালা গ্রামের আব্দুল লতিফ সারেং বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন: নুরুল কবির, নুরুল ইসলাম, শামীম, দিল মোহাম্মদ, জসিম উদ্দিন, হোসাইন, ইসমাইল, আব্দুর রহিম।
এদের মধ্যে নুরুল কবির আগুন লাগার সময় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।