স্টাফ রিপোর্টার : মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় রবিবার সন্ধ্যায় বিএনপি’র দু’পক্ষের হামলা পাল্টা হামলার ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে সোমবার বিকেলে বারইয়ারহাট পৌর সদর ও মীরসরাই পৌর সদরে পৃথক বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, বারইয়ারহাট পৌরবাজারে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তারা বলেন, বারইয়ারহাট পৌর বাজারে কাশবন হোটেলের সামনে রবিবার রাতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলা করে; এ হামলায় শাফায়েত হোসেন শুভ, শাহীন আলম নিশাত, তানভীর হোসেন, মোঃ বাদশা, জাহিদুল ইসলাম সহ একাধিক নেতা-কর্মী আহত হয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এছাড়াও হামলার পর রাতে জোরারগঞ্জ থানা ঘেরাও করে বিশৃঙ্খলা সৃষ্টি ও ককটেল ফাটিয়ে জনমন আতংক তৈরীর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন।
অপরদিকে একইদিন বিকেলে মীরসরাই পৌর সদরে রবিবার সন্ধ্যায় বারইয়ারহাটে উপজেলা বিএনপির সদস্য সচিব ও বারইয়ারহাট পৌর বিএনপি’র আহবায়কসহ বিএনপি নেতা-কর্মীদের উপর অতর্কীত হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রামে মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তারা গতকালের হামলার তীব্র নিন্দা জানান এবং হামলায় জড়িতদের শাস্তি দাবী করেন।
জোরারগঞ্জ থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও অন্যান্য নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় সোমবার রাতে ৩০ জনের নামে এজাহার ও অজ্ঞাত আরো ৫০ জন’কে আসামি করে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্ল্যেখ্য, ৫ আগষ্ট পরবর্তী সময়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল, বালু মহাল, পৌর টেন্ডারসহ বেশকিছু জায়গায় আধিপত্য বিস্তার দ্বন্দ্বের জেরে এবং বিএনপির উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত এবং পুনঃগঠনকে কেন্দ্র করে মামলা-পাল্টা মামলা, হামলা-পাল্টা হামলা, হত্যাসহ বেশকিছু ঘটনায় স্থানীয় সকল স্তরের জনগণের মাঝে আতংক তৈরী হয়েছে।