স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে বৈঠকের সময় ভাগিনার ছুরিকাঘাতে মামা হারুন অর রশিদ (৪৫) নিহত হয়েছেন।
বুধবার (৯ জুলাই) বিকালে মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হারুন সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী এবং দুই সন্তানের বাবা। অভিযুক্ত ভাগিনা শাহীন আলম ঘটনার পরপরই পালিয়ে যায়।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধ মীমাংসার বৈঠকে কথা কাটাকাটির একপর্যায়ে শাহীন তার মামার বুকে ছুরি মারে। তাকে আটক করতে অভিযান চলছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশের তিনটি দল অভিযুক্তকে ধরতে অভিযানে নেমেছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।