স্টাফ রিপোর্টার : ফেনী ও মীরসরাই সীমান্তে ১ কোটি ৮০ লাখ টাকার মাদক ও চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি’র সদস্যরা মঙ্গলবার ভোর রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম বিওপি ও মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অলিনগর বিওপি’র সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, টি শার্ট, চশমা ও জুতা জব্দ করা হয়েছে।
এগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা।
ফেনী ব্যাটালিয়ন (৪-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন গণমাধ্যমে এ তথ্যের সতত্যা নিশ্চিত করেন এবং তিনি আরো বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি’র আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র কঠোর নীতি অব্যাহত থাকবে।