মিরসরাই মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ জন ননএমপিও শিক্ষককে চাকুরীচ্যুতির নোটিশ দেওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
চাকুরী স্থায়ীকরনের এক দফা দাবীতে আজ বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বিদ্যালয়ের প্রধান ফটকে এই কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবী ৫ মাস আগে বিদ্যালয় সরকারীকরনের পর ১৮ বছর থেকে যারা খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে যারা ক্লাস নিয়েছেন তাদের চাকুরী স্থায়ীকরনের ব্যবস্থা করতে হবে। কিন্তু চাকুরী স্থায়ীকরনের ব্যবস্থা না করে চাকুরিচ্যুতির নোটিশ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়কে আন্দোলনের কর্মসূচি ঘোষনা দেয়। দাবি না মানা পর্যন্ত শিক্ষার্থীরা পরিক্ষা বর্জন করবে এবং ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছে।