pressbd24
ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জে অভিযান : প্রায় ৬৯ লাখ টাকার জাটকা জব্দ!

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ৬৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের প্রায় ৯ হাজার ৮৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। 

বুধবার (৭ জানুয়ারি) গজারিয়া উপজেলার ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।

বুধবার রাতে কোস্টগার্ডের গজারিয়া স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক (বিএন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে গজারিয়ার ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে আনুমানিক ৬৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়।

অভিযান চলাকালে জাটকা বহনের দায়ে ট্রাকচালক ও হেল্পারকে আটক করা হলেও পরবর্তীতে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।