 
     ঢাকার কদমতলী এলাকা থেকে যাত্রীবেশে গাড়ি নিয়ে ছিনতাইয়ের ঘটনায় ১১টি মোবাইল ফোন, একটি হাইয়েস গাড়ি ও একটি পাওয়ার ব্যাংকসহ ছিনতাইকারী চক্রের পাঁচজনকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ( সিটিটিসি) ইউনিট।
ঢাকার কদমতলী এলাকা থেকে যাত্রীবেশে গাড়ি নিয়ে ছিনতাইয়ের ঘটনায় ১১টি মোবাইল ফোন, একটি হাইয়েস গাড়ি ও একটি পাওয়ার ব্যাংকসহ ছিনতাইকারী চক্রের পাঁচজনকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ( সিটিটিসি) ইউনিট।
বুধবার (১৫ জানুয়ারি) রাত ২টার দিকে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ আকতার হোসেন (৪৫), হারুনুর রশিদ (৫০), কামাল হোসেন (৪৫), মোহাম্মদ নুরুদ্দিন (৪৮) ও মোহাম্মদ হানিফ (৫৫)।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চক্রটি গত এক বছর ধরে রাজধানীতে সক্রিয়। তারা হাইয়েস গাড়ি নিয়ে রাতে বেরিয়ে পড়ে এবং সাধারণ যাত্রীবেশে গাড়িতে বসে থাকে।
তারা সায়েদাবাদ, যাত্রাবাড়ি, রায়েরবাগ, সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকা থেকে যাত্রী তুলে পরবর্তীতে সুবিধাজনক জায়গায় নিয়ে যাত্রীকে জিম্মি করে যাত্রীর যাবতীয় সব মালামাল লুটে নেয়।
পরবর্তীতে লুট করা অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেন এবং ছিনতাইকৃত মোবাইলগুলো গুলিস্তানে এসে বিক্রি করে দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের মাধ্যমে অত্যন্ত পাঁচ শতাধিক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন।
আটককৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।