স্টাফ রিপোর্টার : রংপুরের শীর্ষ সন্ত্রাসী নওশাদ হোসেন রুবেল ওরফে ব্লাক রুবেলকে (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। তাকে রাজশাহীর মতিহার এলাকা থেকে আটক করে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।
পুলিশের তথ্য অনুযায়ী, নওশাদ হোসেন রুবেল ওরফে ব্লাক রুবেলকে রংপুরের শীর্ষ সন্ত্রাসী নামেই পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতিসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় ১৫টি মামলা রয়েছে।
গ্রেফতার আসামি ব্লাক রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, ব্লাক রুবেলের নামে একাধিক মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে রাজশাহীর মতিহার এলাকা থেকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্লাক রুবেলকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

