
বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন : মহানগর আওয়ামী লীগের ১৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম মোকাররম, কল্যাণী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নগরীর দর্শনা এলাকার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আলী, ৬ নম্বর কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মন্ডল ও দামোদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চক্রান্তে লিপ্ত, তাদেরকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হচ্ছে। এছাড়া গ্রেফতার ব্যক্তিদের সবার নামেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। এ রকম অভিযান অব্যাহত থাকবে।
