অনলাইন ডেস্ক : র্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিল ও ৩১.০৫৪ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানায়, র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রংপুরের গংগাচড়া থানায় অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যান তল্লাশী করে ১৯৮ বোতল ফেন্সিডিল ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
এসময় আব্দুল মোতালেব শান্ত (২৫), মো. ইসরাফিল (২৭) ও আরিফ হাসানকে (১৮), আটক করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে বৃহস্পতিবার ভোরে র্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দলগ্রামে অভিযান পরিচালনা করে প্রায় ৩১ কেজি গাঁজা জব্দ করা হয়।
এসময় খিতিশ চন্দ্র রায় (৪০), দ্বিপালী রাণী রায়কে (৩৮) আটক করা হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা র্যাব ১৩।