মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা লাল পলিথিন দিয়ে মোড়ানো ঘিয়া রংয়ের স্কচটেপ দ্বারা প্যাঁচানো অবস্থায় মিলছে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা।
এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আবু মো. সিদ্দিকুজ্জামান।
প্রেসরিলিজ সূত্রে জানা যায়, ৭ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে রংপুর জেলার গংগাচড়ার ৫নং লক্ষীটারি ইউপির পূর্ব ইচলি মৌজাস্থ পূর্ব ইচলি গ্রামে কালীগঞ্জ টু রংপুরগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন পুলিশ।
অভিযানের সময় কাকিনার দিক থেকে আসা মোটরসাইকেল তল্লাশির সময় মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা লাল পলিথিন দিয়ে মোড়ানো ঘিয়া রংয়ের স্কচটেপ দ্বারা প্যাঁচানো অবস্থায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এ ঘটনায় কুড়িগ্রাম জেলার চড় এলাকার কবির আলীর ছেলে আসলাম মিয়া (২৮) কে আটক করা হয়।
রংপুর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আবু মো. সিদ্দিকুজ্জামান বলেন, জব্দকৃত মালামালসহ গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। অন্যান্য আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                 
                                 
                                 
                                