স্টাফ রিপোর্টার : রংপুরের বিশেষ অভিযানে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে পীরগাছা থানা পুলিশ।
শনিবার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার অফিসার ইনর্চাজ (ওসি) নুরে আলম সিদ্দিকী।
এর আগে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এসময় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চোর চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশ।
অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন : পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মোন্নাফ (৩৪), ইসমাঈল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫), গাইবান্ধা জেলার সাদুল্লাপুর দশলিয়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মামুন মিয়া (৩০),পশ্চিম মান্দুয়ার পাড়া এলাকার ওসমান গনির ছেলে বাদশা মিয়া (৩০),দক্ষিণ মান্দুয়ার পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩০)।
আটক আসামি সবাই মোটরসাইকেল চোর চক্রের সদস্য এবং চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে থানা পুলিশ ও স্থানীয়রা।
পীরগাছা থানার অফিসার ইনর্চাজ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, এর আগেও ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। পীরগাছা থানা পুলিশের এমন অভিযান অব্যহত রয়েছে। মোট উদ্ধারকৃত মোটর সাইকেল ৫টি থানা হেফাজতে রয়েছে। প্রকৃত মালিকদেরকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পীরগাছা থানার এস আই শফিকুল ইসলাম আকন্দের সঙ্গে যোগাযোগ করার জন্য আহবান জানান।