pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের রাউজানের ব্যবসায়ী হত্যার ঘটনায় : গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় রাউজানের ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হাকিমকে গুলি করে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন,

“চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে।”

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাউজান থেকে নগরে ফেরার পথে মদুনাঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল হাকিম (৪৫)।

তিনি রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা এবং হামিম এগ্রো নামে একটি গরুর খামারের মালিক।

পুলিশ জানায়, আব্দুল হাকিম নিজ গাড়িতে করে নগরের বাসায় ফিরছিলেন।

এ সময় মদুনাঘাট এলাকায় দুর্বৃত্তরা তাঁর গাড়ি থামিয়ে কাছে গিয়ে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, দুর্বৃত্তরা গাড়ি ঘিরে গুলি চালায়। গাড়ির সামনের উইন্ডশিল্ডে তিনটি গুলির চিহ্ন এবং চালকের পাশের জানালায় আরও কয়েকটি গুলির চিহ্ন দেখা যায়। পথচারীরা পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন।

নিহত আব্দুল হাকিম বিএনপির সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে রাউজানের বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি বিক্ষোভ করে। তাঁরা কাপ্তাই সড়ক কিছু সময়ের জন্য অবরোধও করেন।

তবে নিহত ব্যক্তি বিএনপির কর্মী নন বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,

“হত্যাকারী ও নিহত কেউই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই।”

বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে পুলিশ সূত্রে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।