চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবিদ হাসান রকিকে সেনাবাহিনীর সহযোগিতায় আটক করেছে পুলিশ।
রবিবার (১৮ মে) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মরিয়ম নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন আবিদ হাসান রকি। তার অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে সেনাবাহিনী নজরদারি বাড়ায়।
পরবর্তীতে টাস্ক ফোর্স-৪ এর মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তথ্য যাচাই-বাছাই করে রাঙ্গুনিয়া সেনা ক্যাম্প কর্তৃপক্ষ রাঙ্গুনিয়া থানা পুলিশকে অবহিত করে। এরপর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে,আটক আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।