চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে মাদক সেবন এবং স্থানীয় লোকজনকে মারধরের অভিযোগে মো. লোকমান হোসেন (২৪) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জুন) দুপুর আড়াইটায় উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান।
অভিযানে তাকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফেরিঘাট এলাকায় লোকমান প্রকাশ্যে মাদক সেবন করে জনসাধারণের শান্তি ভঙ্গ করেন এবং স্থানীয়দের মারধর করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।