অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে রাজ্জাক শেখ (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে নিহতের পরিবারের দাবি, রাজ্জাককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালীকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত রাজ্জাক একই ইউনিয়নের মধুরচর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে ঢালীকান্দি এলাকার এক বাসিন্দা জানান, মঙ্গলবার গভীর রাতে রাজ্জাক চুরির উদ্দেশ্যে হবি হাওলাদারের বাড়িতে প্রবেশ করে। বাড়ির লোকজন টের পেলে সে হবির স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে ধরে ফেলে।
এ সময় চোর ধরার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী এসে রাজ্জাককে গণপিটুনি দেয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

