pressbd24
ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ৩৬৩টি আইফোন উদ্ধার : তিন চীনা নাগরিক গ্রেফতার!

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও বিপুল পরিমাণ আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিনজন চীনা নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (০৭ জানুয়ারী) রাজধানীর মিরপুর এলাকায় এসব আইফোন ও খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, গ্রেফতার আসামীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে আইফোন ও এর যন্ত্রাংশ মজুত ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, রাজধানীতে অবৈধ পণ্য মজুত ও বিক্রির বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে।

গ্রেফতার আসামী তিন চীনা নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত মোবাইল ফোন ও যন্ত্রাংশগুলো চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে কি না এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না-তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত তুলে ধরবেন মিরপুর ডিবির ডিসি মো.  মহিউদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।