
অনলাইন ডেস্ক : রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতার বিপরীতে ফায়ার সার্ভিসের পানি ছিটানো কম। পানির জন্যে আহাজারি করছে স্বেচ্ছাসেবক কর্মীরা। পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে বিলম্ব হচ্ছে। ফলে আগুন ছড়িয়ে পড়ছে নতুন নতুন ঘরে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ করে বস্তির একটি অংশে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।
স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই চারদিকে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। পানি না থাকায় এবং সরু গলির কারণে মানুষজন আগুন নেভাতে হিমশিম খাচ্ছে। কেউ ঘর থেকে কিছু বের করতে পারেনি। অনেকে পানি খুঁজে খুঁজে আহাজারি করছেন, আর এরই মধ্যে নতুন নতুন ঘরে আগুন ছড়িয়ে পড়ছে।
ফায়ার সার্ভিস জানায়, বস্তির ঘরগুলো অধিকাংশই টিনশেড ও ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। পানি সংগ্রহে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ইউনিটগুলো প্রাণপণ চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার।
আগুনে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি; তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ হবে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।