স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।
গ্রেফতার হওয়া যুবকের নাম ওয়াজ কুরুনী ওরফে সাকিব, বয়স ২২ বছর।
মঙ্গলবার (৬ জানুয়ারি) যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি মতিঝিল বিভাগের কর্মকর্তারা জানান, গোপন সংবাদে ভিত্তিতে কাজলা ফুটওভার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সাকিবের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সাকিব একটি সংঘবদ্ধ মাদককারবারি চক্রের সদস্য। তিনি কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

