pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে ভ্যানচালক হত্যা মামলায় শাশুড়ি ও পুত্রবধূ আটক

অনলাইন ডেস্ক
জুলাই ২৪, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের শাহীন শেখ ওরফে রুপল শেখ (২৭), একজন ভ্যানচালক ও শ্রমিক,‌কে পিটিয়ে ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (গতকাল) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রুপলের শাশুড়ি ও পুত্রবধূকে আটক করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন : রাজাপুর গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভীন (৪৯); রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা (১৯)।

জানা যায়, গত ১৭ মে বিকেল ৫টার দিকে রুপল শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে শামসুদ্দিন বিশ্বাসের বাড়ির আঙিনায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মিথ্যা চুরি ও গৃহবধূর গোসলের ভিডিও ধারণের অপবাদ দিয়ে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধরের ফলে রুপল গুরুতর আহত হন। একপর্যায়ে অভিযুক্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রুপলকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রাতেই রুপলের মামা মো. কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ রাতেই ৪ জনকে গ্রেফতার করে। পরে রুপলের মা রাবেয়া বেগম বাদী হয়ে আদালতে আরেকটি মামলা দায়ের করেন।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, মামলাটি ডিবির ওপর তদন্তভার দেওয়ার পর থেকেই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। বুধবার শাশুড়ি রাহেলা পারভীন ও পুত্রবধূ রেজমিন আক্তার তন্দ্রাকে আটক করে আজ (বৃহস্পতিবার) রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।