pressbd24
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে দাফন হবে পাইলট তৌকিরের, কবর খোঁড়া হচ্ছে

অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জানাজার নামাজ রাজশাহী নগরীতে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নগরীতে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর নগরীর সপুরা গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

আজ বেলা ১১টায় তৌকিরের চাচা সাদিকুল ইসলাম ঢাকা মেইলকে এসব তথ্য জানান।

সরেজমিনে দেখা যায়, সপুরা গোরস্থানে কবর খনন শুরু করা হয়েছে। এ সময় তৌকিরের চাচা মতিউর রহমান ও সাদিকুল ইসলাম আসেন।

তারা জানান, জানাজার জায়গা এখনও নির্ধারণ হয়নি। তবে রাজশাহীতে হবে এটা নিশ্চিত। স্টেডিয়ামে করা যায় কিনা আমরা যোগাযোগ করছি, কথা বলছি। বিকেলে জানাজা হবে। এরপর সপুরায় দাফন হবে। চূড়ান্ত জায়গা পরে জানতে পারবো।

তৌকিরের নানা আজিজুর রহমান জানান, মরদেহ দুপুর আড়াইটার সময় ঢাকা থেকে বিমানে নিয়ে আসা হবে। এরপর দাফন হবে বিকেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।