চট্টগ্রামের রাউজান থানার একাধিক হত্যা এবং অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক’কে দীর্ঘ ২২ বছর পর চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল।
এবিষয়ে র্যাব-৭, চট্টগ্রাম এর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, চট্টগ্রাম জেলার রাউজান থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন হোটেল সোনালীর সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে আসামি আজিজুল হক'কে (৫১) গ্রেফতার করে। সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার উত্তর হিংগলা গ্রামের আব্দুল মোনাফের ছেলে।
গ্রেফতারকৃত আসামি’কে জিজ্ঞাসাবাদ সে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাউজান থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চুরি এবং ডাকাতি সংশ্লিষ্ট আরো ১২টি মামলার তথ্য রয়েছে। এছাড়াও সে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২২ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলো বলে জানায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার তাকে চট্টগ্রামের রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।