
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতার আসামি মশিউর লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ভেলাগুরি পূর্ব কাদমা এলাকার আইয়ুব আলীর ছেলে।
র্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৮টায় র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাতিবান্ধার ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মাদক কারবারি মশিউর রহমানের বাড়িতে তল্লাশি পরিচালনা করেন।
তল্লাশির সময় শয়নকক্ষের খাটের নিচ থেকে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৬৩৭ বোতল এস্কাফ ও সোয়া ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
এসময় মাদক কারবারি মশিউর রহমানকে আটক করা হয়।
র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, আটক মশিউর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ফেনসিডিল, এস্কাফ, গাঁজা ইত্যাদি মাদকের কারবার করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা আলামত হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
