স্টাফ রিপোর্টার ; লালমনিরহাটের আদিতমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে গরু, ঘরবাড়িসহ মূল্যবান জিনিসপত্র।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চরিতাবাড়ী এলাকার উকিলেশ্বর নামে কৃষকের গোয়াল ঘরে কয়েল থেকে আগুনে সূত্রপাত হয়।
এতে উকিলেশ্বর ও অনিল নামে দুই কৃষকের ৮টি ঘর একটি গরু, একটি ছাগল, মোটরসাইকেলসহ নগদ প্রায় চার লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই পরিবারের বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আদিতমারী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আদিতমারী উপজেলা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর নিতাই চন্দ্র জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পরিবার দু’টির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।