
বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালানো হয়।
আটক আসামিরা মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার বাসিন্দা,ট্রাকচালক নূরনবী (৪৬) ও হেলপার শেখ আলম (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর ফেনী-ট-১১-০৯৭২ নম্বরের কার্গো ট্রাকটি চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে পুলিশ থামায়। চালক ও হেলপার পালাতে চাইলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে ট্রাক তল্লাশিতে তিনটি বস্তা থেকে ২৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ২ কেজি করে মোট ৫০ কেজি গাঁজা।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, তারা স্বীকার করেছে বারৈয়ারহাট থেকে গাঁজা কিনে কক্সবাজারে নিয়ে যাচ্ছিল। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। মাদক আইনে মামলা করে ওই মামলায় তাদের আটক দেখানো হয়েছে।
