pressbd24
ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় ৫০ কেজি গাঁজাসহ মিরসরাইয়ের দুইজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের লোহাগাড়ায় চেকপোস্টে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ একটি কার্গো ট্রাক আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক ও হেলপারকে ধরা হয়।

বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালানো হয়।

আটক আসামিরা মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার বাসিন্দা,ট্রাকচালক নূরনবী (৪৬) ও হেলপার শেখ আলম (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর ফেনী-ট-১১-০৯৭২ নম্বরের কার্গো ট্রাকটি চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে পুলিশ থামায়। চালক ও হেলপার পালাতে চাইলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে ট্রাক তল্লাশিতে তিনটি বস্তা থেকে ২৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ২ কেজি করে মোট ৫০ কেজি গাঁজা।

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, তারা স্বীকার করেছে বারৈয়ারহাট থেকে গাঁজা কিনে কক্সবাজারে নিয়ে যাচ্ছিল। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। মাদক আইনে মামলা করে ওই মামলায় তাদের আটক দেখানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।