অনলাইন ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন, ল্যাপটপ ও নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) টিম ও শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮-এ আগত এক যাত্রীর কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক যাত্রীর নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
অভিযানে তার কাছ থেকে ৫ কার্টুন বিদেশি সিগারেট (মন্ড ব্র্যান্ড), ৬টি মোবাইল ফোন, ১২ পিস বিউটি ক্রিম এবং ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ১ হাজার ৭০০ টাকা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পণ্য ব্যাগেজ সুবিধার অতিরিক্ত এবং নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত আমদানি তালিকাভুক্ত হওয়ায় সেগুলো ডিএম মূলে আটক করা হয়েছে।
অভিযানের পর উদ্ধারকৃত পণ্যসমূহ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘যাত্রীর ব্যাগেজ তল্লাশিতে আমদানি নিষিদ্ধ ও সীমিত পণ্য পাওয়া যায়।
নিয়ম অনুযায়ী এসব পণ্য জব্দ করা হয়েছে এবং যাত্রীর পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড না থাকায় পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে গোয়েন্দা প্রতিনিধির উপস্থিতিতে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয় হয়েছে।’