pressbd24
ঢাকাSunday , 17 November 2024
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. আন্তর্জাতিক
  3. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্রগ্রাম প্রতিদিন
  7. জাতীয়
  8. ড. মুহাম্মদ ইউনূস
  9. দেশ ও জনপদ
  10. নরসিংদী জেলা
  11. বিনোদন
  12. ব্যবসা
  13. ভিডিও
  14. মতামত
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শীতকালে সপ্তাহে চার দিন ২৪ ঘণ্টা খোলা শাহ আমানত বিমানবন্দর

অনলাইন ডেস্ক
November 17, 2024 3:59 pm
Link Copied!

সপ্তাহে চার দিন ২৪ ঘণ্টা বিমানবন্দর খোলা রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

শীতকালে ঘন কুয়াশার কারণে ঢাকায় বিমান অবতরণে সমস্যা হলে বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘অতীতে শীতকালীন ঘন কুয়াশার কারণে বিমান ঢাকায় অবতরণ করতে না পারলে তা অন্য দেশের বিমানবন্দরে নিয়ে যেতে হতো। তবে এবার বিকল্প ব্যবস্থা হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে চার দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। বাকি তিন দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একইভাবে চালু থাকবে। ফলে বিকল্প হিসেবে এই দুটি বিমানবন্দরে ফ্লাইট ল্যান্ডিং করানো যাবে।’

এ সময় বেবিচক চেয়ারম্যান যাত্রী প্রান্তিক ভবন, যাত্রী লাউঞ্জ, রানওয়ে, এপ্রোন, নতুন বোর্ডিং ব্রিজ, শিশু পার্ক, ড্রাইভওয়েসহ অন্যান্য চলমান প্রকল্পসমূহ পরিদর্শন করেন।

তিনি প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে এসব কাজ দ্রুত শেষ হলে যাত্রীদের সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

তিনি বিমানবন্দরের আধুনিকায়ন এবং উন্নয়ন কার্যক্রম যাত্রীসেবা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলকে এসব কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন।

এছাড়া, রবিবার সকালে বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান প্রধান অতিথি হিসেবে ‘অরবিস ফ্লাইং আই হসপিটাল’ এর দুই সপ্তাহব্যাপী কার্যক্রম উদ্বোধন করেন।

উল্লেখ্য, চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে ১১ বারের মতো অবতরণ করলো ‘অরবিস ফ্লাইং আই হসপিটাল’। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও ডেরেক হডকি।

পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন- বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (অর্থ) এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।